ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিকিমে আকস্মিক বন্যা, নিখোঁজ বহু সেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৪ অক্টোবর ২০২৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে রাতভর বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ভেসে গেছে কয়েকটি সেনা ছাউনি। নিখোঁজ হয়েছেন ২৩ ভারতীয় সেনা।

বুধবার ভোরে বৃষ্টির জেরে লোনক হ্রদ উপচে হুড়মুড়িয়ে পানি নেমে আসে তিস্তায়। এর ফলে মুহূর্তে তিস্তায় প্রায় ১৫ থেকে ২০ ফুট পানি বেড়ে যায়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ সেনাদের খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি চলছে। 

ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও। বেশ কয়েকটি জায়গা ধসে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এনডিটিভি বলছে, সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল ওই বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিস্তার উপর একটি ফুটব্রিজ ছিল। পানির তোড়ে সেই সেতুটি ভেঙে পড়েছে। এ ছাড়াও তিস্তার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের গোটা লাচেন উপত্যকা। বহু বাড়ি ভেসে গিয়েছে। বহু মানুষও নিখোঁজ হয়েছেন।

সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন ইতিমধ্যেই নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষ সরাতে শুরু করেছে। সিকিম রাজ্য প্রশাসন মানুষকে তিস্তা নদী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

এদিকে পূর্বাভাস অনুযায়ী, ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি