ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিকৃবির নতুন ছাত্র বিষয়ক পরিচালক হলেন প্রফেসর ড. সামছুজ্জামান 

সিকৃবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৭:৪২, ৪ আগস্ট ২০২১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: মোস্তফা সামছুজ্জামান ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম ছাত্র পরামর্শ পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান, সহকারী প্রভোস্ট, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের রেজি:/সংস্থাপন/পরি. (ছা.প. ও নি.) - ০৭/০৭/১১৯৫ স্মারকে যোগদানের তারিখ হতে আগামী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। যোগদানের পর ড. সামছুজ্জামান শিক্ষার মান উন্নয়নে কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। 

ড. সামছুজ্জামান টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: ইমাম হোসেন এর জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তি জীবনে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি