ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সিকৃবি’র মাৎস্যবিজ্ঞান ছাত্রসমিতির নেতৃত্বে সোহেল-আরমান

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৫৪, ৩০ অক্টোবর ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) হিসেবে মো. সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরমান হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার অনুষদের দ্বিতীয় তলার গ্যালারি রুমে শিক্ষার্থীদের সরাসরি ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফিশ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন উক্ত অনুষদের ফিশ হেলথ মেনেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক সরকার মোহাম্মদ ইব্রাহীম খলিল এবং একুয়াকালচার ডিপার্টমেন্টের শিক্ষক আমীনুর রশীদ।

নব নির্বাচিত ভিপি এবং সাধারণ সম্পাদক ছাত্র প্রতিনিধি হিসেবে অনুষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং ছাত্র সমস্যার যথাযথ সমাধানে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি