ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সিকৃবির ৫ শিক্ষার্থীর স্বর্ণ পদক লাভ

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মনোনীত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পাঁচ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্তদের হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ তুলে দেন।

পদকপ্রাপ্তরা  হলেন, কৃষি অনুষদের ইসরাত জাহান ইমা, মৎস্য বিজ্ঞান অনুষদের খুশনুদ তাবাচ্ছুম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের দেবাশিষ শর্মা, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শামীমা শাম্মী এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের কাজী ফাইজুল আজিম। 

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) উদ্যোগে এ বছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেওয়া হয়েছে। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি