ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি কুন্ডু, সম্পাদক মুক্তার

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ও সাদা দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচিত সভাপতি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আর সাধারণ সম্পাদক সাদা দলের।  

নির্বাচনে সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থী ড. মৃত্যুঞ্জয় কুন্ডু। তার নিকটতম বিএনপিপন্থী সাদা দলের প্রতিদ্বন্দ্বী ড. মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী  সাদা দলের প্রার্থী ড. মো. মুক্তার হোসেন। তার নিকটতম আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থী প্রতিদ্বন্দ্বী ড. মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে ড. সানজিদা পারভীন, কোষাধ্যক্ষ পদে ১২৫ ভোট পেয়ে ড. মো. মোস্তফা সামছুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে মো. শহীদুল্লাহ কায়সার, সদস্য পদে ১৩৭ ভোট পেয়ে ড. মো. নূর হোসেন মিয়া প্রথম, ১৩৩ ভোট পেয়ে মাহমুদুল হাসান দ্বিতীয়, ১৩০ ভোট পেয়ে ড. মো. তরিকুল আলম তৃতীয়, ১২৭ ভোট পেয়ে ড. এ এফ এম সাইফুল ইসলাম চতুর্থ, ১১৬ ভোট পেয়ে ড. জীবন কৃষ্ণ সাহা পঞ্চম ও ৮৯ ভোট পেয়ে ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া ষষ্ঠ নির্বাচিত হয়েছেন।

সোমবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ চলে। এরপর রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ড. স্নেহাংশু শেখর চন্দ এবং নির্বাচন কমিশনার হিসেবে ড. মো. নাজমুল হক ও ড. মোহাম্মদ আবু জাফর বেপারী দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচন সমাপ্ত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি