ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সিঙ্গাপুরে অয়েল ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:০৮, ২১ আগস্ট ২০১৭

সিঙ্গাপুর উপকূলে একটি অয়েল ট্যাংকারের সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের সংঘর্ষের পর পাঁচজন আহত হয়েছেনএ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দশজন 

সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে ইউএসএস জন ম্যাককেইন নামের ওই যুদ্ধজাহাজটি সিঙ্গাপুরের পূর্ব অংশে বন্দরে ঢোকার সময় লাইবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাংকার আলনিক এমসির সঙ্গে সংঘর্ষ হয়।   

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে ইউএসএস জন ম্যাককেইনের পোর্ট সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি চলছে। তল্লাশি অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের পাশাপাশি সিঙ্গাপুরের নৌবাহিনী ও কোস্ট গার্ড এই অংশ নিচ্ছে।

তবে ৩০ হাজার টন ধারণ ক্ষমতার আলনিক এমসি ও এর নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে জানা যায়নি। গত কয়েক মাসের মধ্যে এশিয়ার জলসীমায় এ নিয়ে দ্বিতীয়বারের মত দুর্ঘটনায় পড়ল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। 

এর আগে জুনে জাপানের জলসীমায় একটি কনটেইনার জাহাজের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের সাত নাবিকের মৃত্যু হয়। সূত্র: বিবিসি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি