ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন সিঙ্গাপুরে যাচ্ছেন। আজ বুধবার দিবাগত রাত ২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতেই তার এই সফর।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, ‘আমার শারিরীক অসুস্থতার কারণে আমি সিঙ্গাপুর যাচ্ছি। দেশে ফিরবো ৬ বা ৭ অক্টোবর। তবে ৬ অক্টোবরই ফেরার সম্ভাবনা বেশি।’

এদিকে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গেছেন আমেরিকা সফরে। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি