ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:৫৫, ১৩ আগস্ট ২০২২

জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া নিয়ে প্রতিযোগিতা ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২’ এর নিবন্ধন শুরু হয়েছে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। 

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। 

ইনোভেটিভ বাংলাদেশ স্লোগানে শুরু হওয়া দ্বিতীয় বারের মতো এ হাইব্রিড হ্যাকাথনের নিবন্ধন প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার। 

অনুষ্ঠানে জানানো হয়, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে পরবর্তি পর্যায়ের যে কোন বাংলাদেশি নাগরিক সিটিও ফোরাম বাংলাদেশ এর ওয়েবসাইট http://www.portal.ctoforumbd.org/innovation-hackathon-2022/ থেকে নিবন্ধন করতে পারবেন। প্রতি টিমকে রেজিস্ট্রেশনের জন্য গুণতে হবে ২ হাজার টাকা, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এবারের প্রতিযোগিতা হবে ৪ চার রাউন্ডে। ডিজিটাল বাংলাদেশ গড়ায় বাস্তবধর্মী সমস্যার সমাধানের খুঁজে বের করার লক্ষ্যে প্রতিযোগিরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ভেন্যু থেকে অংশ নিতে পারবেন। মেন্টর ও বিচারকরা যুক্ত হবেন অনলাইনে। 

১৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ধারণা উপস্থাপনের পর ২৭ সেপ্টেম্বর থেকে ১ম অক্টোবরের মধ্যে জমা দিতে হবে উদ্ভাবনার প্রোটোটাইপ।  

আয়োজকরা জানান, ক্ষুধা মুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলোজি, ভার্চুয়াল এসিস্টেন্ট, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশানসহ উদ্ভাবনী যেকোনো আইডিয়া এবারের হাইব্রিড ইনোভেশন হ্যাকাথনে জমা দেওয়া যাবে। 

সবচেয়ে আকর্ষণীয় আইডিয়াদাতা ব্যক্তি বা টিমকে দেওয়া হবে ১ লাখ টাকা। ১ম রানার আপ ও ২য় রানার আপকে দেওয়া হবে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। এছাড়াও আরও ১০ জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। 

তথ্য প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরাম এর আয়োজনে এবারের হ্যাকাথনে সবচেয়ে বেশি গুরুত্বপাবে নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারে সাশ্রয়ী স্মার্ট জীবন যাপনের টেক-সই সমাধান। 

বাংলাদেশ গোল্ডেন ডিভিডেন্ট যুগে রয়েছে মনে করিয়ে দিয়ে তপন কান্তি সরকার বলেন, এই তরুণদের কে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের এই সকল ইনোভেটিভ আইডিয়ার সঠিক নার্সিং করা যায় তবেই হবে ডিজিটাল বাংলাদেশ। তাই দেরি না করে নিজেদের আইডিয়াগুলোকে সামনে নিয়ে আসতে এবং এসকল আইডিয়ার বাস্তবায়ন নিশ্চিত করতে এই ইনোভেশন হ্যাকাথনে অংশগ্রহণ করার জন্য বলেন। 

তিনি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং এস্প্যায়ার টু ইনোভেট এটুআই সরকারের এই দুই প্রতিষ্ঠানকে আয়োজনের অংশীদার হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই আয়োজনে বেসিস ও সিটিও ফোরামের সাথে যুক্ত হওয়ায় সংগঠনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  

ইনোভেশন হ্যাকাথন ২০২২ এর বিস্তারি তুলে ধরে আয়োজনের কনভেনর প্রফেসর ডঃ সৈয়দ আখতার হোসেন। তিনি জানান, গতবারের ধারাবাহিকতায় এবারও সিটিও ফোরাম এর সাথে এই আয়োজনে যোগ দিয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং এস্প্যায়ার টু ইনোভেট বা এটুআই। আগামী ৮ অক্টোবর ফিজিক্যাল ডেমোন্সট্রেশান এবং ২২ অক্টোবর চুড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে সেরা উদ্ভাবন। অংশগ্রহণকারি বিজয়ীদের জন্য থাকছে লক্ষাধিক টাকার আর্থিক পুরষ্কার ও একইসঙ্গে দেশের প্রতিষ্ঠিত কোম্পানিতে ক্যারিয়ার গঠনের সুযোগ। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ও আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ডঃ বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে ডিজিটাল হাবে পরিনত করতে এই ইনোভেশন হ্যাকাথন একটি মাইলফলক হয়ে থাকবে। 

তিনি ইনোভেশন হ্যাকাথনের পার্টনার হিসেবে হাইটেক পার্ক থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা বলেন। 
এটুয়াই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর তার বক্তব্যে সরকারের প্রায় ২হাজারের ও অধিক সকল সেবা গুলোকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নিয়ে আসতে ইনোভেশান প্রক্রিয়ার আবশ্যিকতা তুলে ধরেন।

হ্যাকাথনের অরগানাইজিং কমিটির চেয়ার প্রফেসর ডঃ তৌহীদ ভুঁইয়া উদ্ভাবনে অগ্রগামী বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেন, সেখান কার টেকনোলোজিগুলোকে এডাপ্ট করার জন্য এই ইনোভেশন হ্যাকাথন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
জুরি ও মেন্টর কমিটির চেয়ার প্রফেসর ডঃ দ্বিপ নন্দি এই হ্যাকাথনে দেশের ও দেশের বাইরের প্রথিতযশা একাডেমিশিয়ান এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট গন জুরি ও মেন্টর হিসেবে অংশগ্রহণ করা নিশ্চিত করে বলেন, উদ্যোক্তা তৈরি করতে উদ্ভাবনকে গুরুত্ব দিতেই এই আয়োজন । 

সিটিও ফোরামের সাধারন সম্পাদক আরফে এলাহী মানিক তিনি সিটিও ফোরামের সাধারন সম্পাদক হিসেবে সকলকে আহ্বান করেন এই ইনোভেশন হ্যাকাথনে নিবন্ধন করে অংশগ্রহণ নিশ্চিত করতে।

আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশের বৃহৎ টেকনোলজি ইন্ডাস্ট্রি ফেয়ার গ্রুপ তাদের ফেয়ার টেকনোলজি ও বিশ্ব বিখ্যাত গাড়ির ব্র্যান্ড হুন্দাই কে সাথে নিয়ে এই আয়োজনে অংশীদার হওয়ার ঘোষণা দেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি