ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিটি নির্বাচনও সুষ্ঠু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যেমন সুষ্ঠু ও বিশৃঙ্খলামুক্ত হয়েছে, ঠিক তেমনি আগামীকাল ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ফায়ার সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী বিশৃঙ্খলার যে আশঙ্কা করছেন তা মিথ্যা। নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধেও সহায়তা করবে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আতাউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা-১ আসনের সংসদ  সদস্য শামসুল হক টুকু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক  (ডিআইজি) এম খুরশিদ হোসেন, পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম প্রমুখ।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি