ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিডনিতে “ত্রিনয়নী”র আয়োজনে দুর্গা পূজা উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২৪ অক্টোবর ২০২৩

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীরা “ত্রিনয়নী”র আয়োজনে দুইদিনব্যাপী সার্বজনীন দুর্গাপুজা বিপুল আনন্দ-উৎসাহে পালন করেছেন।

সিডনির রোজলিয়া কমিউনিটি হলে শনিবার সকাল থেকে শুরু হয়ে পরদিন রবিবার পর্যন্ত এ উসৎবে সব ধর্মের বিপুল সংখ্যক প্রবাসী উৎসাহিত হয়ে উৎসবে মেতে ওঠেন।

প্রতিদিন সকালে পূজা-অর্চ্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।
 
এবারের পূজাতে জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মন্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করে। মূল মন্ডপ ছাড়াও তৈরি করা কুঁড়েঘর -ঢেকি, আলোকসজ্জা সবার প্রশংসা পায়।

সিডনির ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল এর মেয়র এন্থনী ব্লিসডেস পূজাতে অথিতি হিসাবে এসে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।      

সিডনির জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, কায়জার চৌধুরী, ডাঃ ফারজানা ইউসুফ, লারিনা নুপুর রোজারিও, ডাঃ মোকারম হাসান সহ অন্য শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবে রুপ দেন।

উপস্থিত প্রবাসীরা পূজার প্রতিমা, মণ্ডপসজ্জার সাথে আথিতেয়তার প্রশংসা করেন। অতিথিদের মতে ত্রিনয়নীর আয়োজিত পূজায় এসে তারা নিজের পুজার অনুভূতি পেয়েছেন।

এ আয়োজনের মূল আকর্ষণ ছিলো সব ধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগীতা।

ধর্ম যার যার, উৎসব সবার এ চেতনাকে ধারণ করে তারা সামনের বছরগুলোতে আরো বড় পরিসরে এ সার্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে আশাবাদী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি