ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিডাব নির্বাচনে পূর্ণপ্যানেলে জয়ী ফারুক-মনির পরিষদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৫, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সহকারী পরিচালকদের সংগঠন সিনে ডিরেক্টরিয়াল এসোসিয়েটস অব বাংলাদেশ (সিডাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণপ্যানেলে জয়ী হয়েছে এস আই ফারুক ও কাজী মনির পরিষদ। এ নিয়ে টানা দ্বিতীয়বার তারা বিজয়ী হলো।

এবারের নির্বাচনে তাদের প্রতিপক্ষ ছিল খাইরুল ইসলাম ও আলমগীর রতন প্যানেল। তাদের এই প্যানেল থেকে একজনও পাশ করতে পারেনি।

৮ ডিসেম্বর শুক্রবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এফডিসিতে এই ভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা সুশৃঙ্খলভাবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট প্রদান করেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯৮জন। তার মধ্যে ১৮৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শেষ হওয়ার পর ফলাফল জানার জন্য ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। নির্বাচন কমিশনার শাহ আলম কিরণ রাত ১১টায় বেসরকারীভাবে এস আই ফারুক ও কাজী মনির পরিষদকে বিজয়ী ঘোষনার মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন।

 

 

এসি/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি