ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধান্ত নেয়ার পরেও অপাসারিত হয়নি মহেশখালের বাধঁ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৯, ৪ জুন ২০১৭

সিদ্ধান্ত নেয়ার তিনদিন পরেও অপাসারিত হয়নি মহেশখালের মুখে দেয়া বাধঁটি। বন্ধ হয়ে আছে নগরীর হালিশহর, আগ্রাবাদ, বন্দর এলাকার পানি নিষ্কাষনের পথ। ফলে জলাবদ্ধতা থেকে রেহাই মিলছেনা চারটি ওয়ার্ডের কয়েক লাখ বাসিন্দার। খালে জমে থাকা বিষাক্ত পানি আর দুগন্ধে বিষাক্ত পুরো এলাকা।
চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, বন্দর এলাকার পানি নিষ্কাষনের প্রধান পথ মহেশখাল। তবে খাল দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় ২০১৫ সালে বাঁধ নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণের কারনে বিস্তৃর্ণ এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধাতা। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় কাউন্সিলদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। সিদ্ধান্ত হয় বাঁধটি সরিয়ে নেয়ার।
এদিকে বাঁধটি রোববার বিকেল পর্যন্ত সরিয়ে না নেয়ায় এখনো পানি বন্দি হয়ে আছে আগ্রাবাদ, হালিশর, বন্দর এলাকার লাখ লাখ বাসিন্দারা। এতে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বাঁধের কারনে পানি নিস্কাষনের পথ বন্ধ হয়ে যাওয়ায় খালের বিষাক্ত পানি আর দুর্গন্ধে অতিষ্ট স্থানীয়রা।
শিগগির বাঁধটি অপসারনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যশা স্থানীয়দের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি