ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২১, ২৬ এপ্রিল ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ঝুমু ও আবদুল্লাহ নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ৬নং ওয়োর্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ভোরার চর ফ্যাশন উপজেলার জয়নাল মিয়ার মেয়ে ৬ বছর বয়সী ঝুমু ও বরগুনার আমতলী উপজেলার রুবেল গাজীর ৭ বছরের ছেলে আবদুল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আগে ঝুমু ও আব্দুল্লাহ পুকুরে গোসল করতে যায়। দুপুর দেড়টার সময় দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। সুমিল পাড়া এলাকায় ওই দুইটি শিশু তাদের পরিবারের সাথে মঞ্জুরের বাড়ির ভাড়া বাড়িতে থাকতো। তারা একে অপরের প্রতিবেশি। শিশুর পিতা-মাতার সেখানে পোশাক কারখানায় কাজ করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি