ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরের `সিনিয়র স্টাফ নার্স` পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া এই পরীক্ষা আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার।

ঢাকার ১২টি কেন্দ্রে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এতে অংশগ্রহণ করবেন ১৬ হাজার ৯০০ পরীক্ষার্থী।

গত বছরের ৬ অক্টোবর সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পদ্ধতির ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠলে ওই পরীক্ষা বাতিল করে পিএসসি।

পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা নিষেধ।

আসনবিন্যাস জানতে নিচের লিংকটি দেখুন-

http://www.prothomalo.com/contents/uploads/media/2018/02/04/64e0c83ce626fe064cac0accd618c510-5a76c32c6a6d3.pdf

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি