ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিপিএলের প্রথমেই সাকিবের হার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ৬ আগস্ট ২০১৭

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝুঁড়িতে ব্যর্থতা! বিষয়টি অবাক করার মতো তেমনি ইঙ্গিত মিলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সিপিএল সূচনাটা খুব একটা ভালো হয়নি সাকিবের। সিপিএলে যেমন তার দল জ্যামাইকা তালাওয়াস হেরেছে, তেমন তিনি নিজেও বড় কোনো সাফল্য পাননি। নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকা ১২ রানে হেরেছে বারবাডোস ট্রাইডেন্টসের কাছে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বারবাডোস সাত উইকেট হারিয়ে ১৪২ রান তোলে। প্রতিপক্ষকে এই রানে আটকে রাখতে বল হাতে সাকিব কিছুটা উজ্জ্বল ছিলেন। চার ওভার বল করে ২৬ রানে এক উইকেট তুলে নেন তিনি।

সেই সাকিবই কি না ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ। ৩ বল খেলে মাত্র ১ রান তুলেই সাজঘরে ফিরে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এই হারে কোনো পয়েন্ট না পেয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে জ্যামাইকা। সবার উপরে রয়েছে ত্রিনিদাদ। তাদের সংগ্রহ ২ পয়েন্ট।

বাংলাদেশি অলরাউন্ডারের বিদায়ের পর আর খুব একটা সুবিধা করতে পারেনি তার দল জ্যামাইকা। ছয় উইকেটে ১৩০ রান তুলতেই থেমে যায় তাদের ইনিংস। লেন্ডল সিমন্স সর্বোচ্চ ৫৩ রান করেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। দলীয় ১৫ রানে শ্রীলঙ্কান তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ফিরে গেলে জ্যামাইকার ব্যাটিংয়ে যে ধাক্কা লাগে, তা থেকে কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি