সিরাজগঞ্জের নৌকার হাটা শত বছরের ঐতিহ্যবাহী
প্রকাশিত : ১৪:২৫, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৫, ১২ আগস্ট ২০১৬
বর্ষা মৌসুম আসলেই নৌকা তৈরী ও কেনার ধুম পড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী গ্রামে। শত বছরের ঐতিহ্যবাহী নৌকার হাটে এখনো শত-শত নৌকা নিয়ে পসড়া সাজিয়ে বসেন দোকানীরা। সরঞ্জামের মূল্য বৃদ্ধির কারণে দাম একটু চড়া হওয়ায় ক্রেতারা খুশি হতে না পারলেও খুশি বিক্রেতারা।
ইঞ্জিন চালিত বড় নৌকায় নতুন ছোট-ছোট ডিঙ্গি ও কোসা নৌকা যমুনার পাড়ের এই হাটে নিয়ে আসেন ব্যাপারীরা।
প্রতি শুক্রবার প্রায় দুশ নৌকা আনা হয় হাটে, বেচা-কেনা চলে দিনভর। বন্যায় দুর্ভোগ পোহানো সাধারন মানুষই মূলত নৌকা কিনতে আসেন হাটে। আগের চেয়ে নৌকার দাম বেশি বললেন ক্রেতারা।
তবে ৩ থেকে ৯ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের নৌকা বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারা।
এদিকে এই অঞ্চলে রাস্তাঘাট বৃদ্ধি পাওয়ায় অবাধ পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তাই কমে গেছে নৌকার চাহিদা।
এই হাটকে আরো সমৃদ্ধ করতে পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের।
আরও পড়ুন