ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা শামছুন্নাহার বেগম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮, ১১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

না ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা শামছুন্নাহার বেগম (৬৫)। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার তেলকুপি গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার ছোট ছেলে আরিফুল জানান, তার মা বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কোরবানির ঈদের পর থেকে তিনি একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েন।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে রহমতগঞ্জ কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি