সিরাজগঞ্জের ৮ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৮ (ভিডিও)
প্রকাশিত : ১৫:৫৪, ২ মার্চ ২০১৯
সিরাজগঞ্জের ৮ উপজেলায় নির্বাচন ১০ মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হাটবাজার ও পাড়া-মহল্লা। চলছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটাররাও কষছেন নানা হিসেব-নিকেশ।
কৃষি ও তাঁত শিল্পপ্রধান এলাকা সিরাজগঞ্জের ৮ উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী লড়ছেন।
এরই মধ্যে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা। নিজেদের পক্ষে টানতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্র“তিও।
পিছিয়ে নেই নারী প্রার্থীরাও; সমান তালে চালাচ্ছেন প্রচারণা।
এদিকে সৎ এবং এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানায় ভোটাররা।
জেলার ১১ উপজেলার মধ্যে সদর, উল্লাপাড়া ও কাজিপুরে আর কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর ও উল্লাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন