সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৭
প্রকাশিত : ২২:৫৫, ৫ সেপ্টেম্বর ২০১৮
সিরাজগঞ্জে যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুর উত্তরপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা ও ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেৃতত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী আহসানুল কবির, সহকারি পরিচালক আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ থেকে অবৈধভাবে ভলগেট মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এমন সংবাদে ওই এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে এমভি আব্বাস আলী ব্যাপারী এন্টারপ্রাইজ, ভলগেট থেকে আলমাজ আলা ও সোহেল সরকারকে আটক করে ও দুই লাখ টাকা জরিমান করেন।
একই সঙ্গে মেসার্স সজিব এন্টারপ্রাইজ থেকে সুজন হোসেন নামের ১ জনসহ দেড় লাখ টাকা জরিমানা, এমভি রাজীব-১ থেকে শাহজামাল সরকার ও রব্বানী সরকার নামের দুই জনসহ দুই লাখ টাকা জরিমানা, আলীফ মিম ড্রেজার প্রকল্প থেকে মনির হোসেন ড্রাইভার ও হিরা মিয়া লস্কর ড্রাইভারকে আটক করে দেড় লাখ টাকা জরিমানাসহ মোট সাত জনকে আটক করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের ছত্র ছায়ায় বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানায়। ওই বালু উত্তোলনের দায়ে বঙ্গবন্ধু সেতু হুমকির মুখে পড়তে পারে বলে দাবী এলাকাবাসীর।
কেআই/এসি
আরও পড়ুন