ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে আবারো দেখা দিয়েছে এ্যানথ্রাক্স রোগ

প্রকাশিত : ১৩:৩৪, ৯ মে ২০১৬ | আপডেট: ১৩:৩৪, ৯ মে ২০১৬

সিরাজগঞ্জের কামারখন্দে আবারো দেখা দিয়েছে গবাদী পশুর তড়কা রোগ বা এ্যানথ্রাক্স। এই রোগ ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যেও। এরইমধ্যে আক্রান্ত হয়েছে শিশু ও নারীসহ ২০ জন। আক্রান্তদের সনাক্তের পর চিকিৎসা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। খামারীদের অসচেতনার কারণেই আবারো এ রোগ তা দেখা দিয়েছে, মনে করেন চিকিৎসকরা। গত ১৩ এপ্রিল কামারখন্দের জামতৈল গ্রামের দুটি গরু অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে জবাই করে এলাকার প্রায় ৫০টি পরিবার স্বল্প মুল্যে ভাগাভাগি করে নেয় মাংস। সেই গরুগুলোর মাংস কাঁটা-ছেড়ার সাথে জড়িতদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখা দেয়। পরে চিকিৎসকের পরীক্ষায় ধরা পরে অ্যানথ্রাক্স। তবে যারা কাঁচা মাংসে হাত দেননি তাদের শরীরে এখনো সংক্রমিত হয়নি রোগটি। অসুস্থ গরুর মাংস খাওয়ার কারণে তাই আতঙ্ক রয়েছেন তারাও। এদিকে আক্রান্তদের চিকিৎসা দেয়া হলেও গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে আরো সচেতন হওয়ারও পরামর্শ দিলেন এই চিকিৎসক। এর আগে ২০০৪ সিরাজগঞ্জে সালে মানবদেহে সন্ধান মিলে এ্যানথ্রাক্সের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি