ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ৯ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:১১, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ২১:১৪, ১৫ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ঢাক্কায় বর-কনেসহ বিয়ের গাড়ির ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানান, সোমবার সন্ধ্যে ৭টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী একটি বর-যাত্রীবাহী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাটখোলা এলাকায় পৌঁছলে ঢাকা-ইশ্বরদী রেল পথের অরক্ষিত রেল ক্রসিং পার হবার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে বর-কনেসহ ঘটনাস্থলেই ৮ জন নিহত হন এবং ৬ জন আহত হন। পরে আহত আরেকজনের মৃত্যু হয়। 

উল্লাপাড়া থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর থেকে ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি