ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে নকল রাখার দায়ে পাচঁ পরীক্ষার্থীকে বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:১২, ৯ নভেম্বর ২০১৮

সিরাজগঞ্জের কামারখন্দে জেডিসি পরীক্ষায় পরীক্ষা হলে মুঠোফোন ও নকল রাখার অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার কামারখন্দ ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এই আদেশ দিয়েছেন।

কামারখন্দ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেডিসি পরীক্ষায় আরবী দ্বিতীয় বিষয় পরীক্ষা চলছিল।

পরীক্ষার হলে মুঠোফোন রাখার অভিযোগে বালুকোল ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রবিউল আওয়ালকে ২ বছরের জন্য এবং নকল রাখার অভিযোগে মুকবেলায় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শাহাব উদ্দীন, আব্দুর রহমান, মাহবুবুল আলম এবং বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী কামরুল হাসান এই চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ পরিদর্শনে ধরা পড়ায় তার নির্দেশে উপরোক্ত সাজা দেয়া হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি