ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১০ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন।

সোমবার সকালে সিরাজগঞ্জ বাড়াকান্দি চিড়ার মিলের কাছে একটি বাস সিএনজি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ’সময় অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত ৩জনের মধ্যে হাসপাতালে নেয়ার পর ২ জন  মারা যান। অন্যদিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী চায়না রানী পাল ও মেয়ে তুলি ঘটনাস্থলেই মারা গেছেন। চায়না রানীর স্বামী শংকর কুমারকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি