ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৪:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। ঘটনাস্থলে ৩ জন মারা যান, পরে হাসপাতালে আহত দু’জনেরও মৃত্যু হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় কুটির চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার ছোটভাই তারেক রহমান (৫২), রায়গঞ্জের হাট পাংগাসি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং আব্দুল মজিদ।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার সময় সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং আরও ২ যাত্রী আহত হয়। 

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি