ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে হিন্দুদের উপর কোন হামলা হয়নি: হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যফ্রন্ট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১৪ আগস্ট ২০২৪ | আপডেট: ১৫:২৪, ১৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের খবর গুজব বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যফ্রন্ট। 

বুধবার সকালে সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ একথা বলেন।
 
সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বির বাড়িঘরে হামলা ও লুটপাটের যে তথ্য বিভিন্ন গণমাধ্যমসহ সোস্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে তা মিথ্যা ও গুজব বলে দাবি তাদের। 

সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, শুধুমাত্র যেসব হিন্দু ব্যক্তি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং পদপদবীতে থেকে ভিন্ন রাজনীতির ব্যক্তিদের অত্যাচার নির্যাতন করেছেন শুধুমাত্র তাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ শহরের অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা সহ-সভাপতি ও সঞ্জয় কুমার জেলা যুবলীগের যুগ্ন আহবায়কের পদে থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিক্ষোভ মিছিলে সরসরি হামলা চালিয়েছে এবং বোমা নিক্ষেপের অভিযোগ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদাক মানিক কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক অমর কৃরণো দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা বক্তব্য রাখেন।

সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি