ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৯:২৩, ৩০ আগস্ট ২০১৮

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাবেক মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও বর্তমান সাংসদ আব্দুল মজিদ মন্ডলের সমর্থকরা একই সময়ে সভা আহবান করায় বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

বেলকুচি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বেলকুচি উপজেলার চালা এলাকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় ছিল।

একই সময় স্থানীয় সাংসদ আব্দুল মজিদ মন্ডলের পক্ষে তার সহযোগী যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা একই স্থানে একই সময়ে সভা আহবান করে। দেখা দেয় উত্তেজনা। তখন পুলিশ এলাকার আইন শৃঙ্খলা অবনতির আশংকায় দলীয় কার্যালয় ও তার আশপাশে বিকেল সাড়ে ৪টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান ১৪৪ ধারা জারি করেছে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি