ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ১৭ জেলের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১৬ অক্টোবর ২০১৭

নিষেধাজ্ঞা অমাণ্য করে ইলিশ শিকার করায় সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত রবিবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের আদালত রায় দেন

এর আগে এদিন সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ হাজার মিটার জাল ও ১২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর গণমাধ্যমকে বলেন, রোববার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ২৪ হাজার মিটার জাল ও ১২০ কেজি ইলিশ।

তিনি জানান, আটক জেলেদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর উদ্ধার করা জাল পুড়িয়ে দেওয়া হয় এবং জব্দ হওয়া ইলিশ চারটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি