ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিরিজে অনিশ্চত মোস্তাফিজ, চোট পেয়েছেন মুশফিকও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৬ অক্টোবর ২০১৭

অনুশীলনের সময় গোড়ালিতে চোট পাওয়ায় প্রথম ওয়ানডে খেলতে পারেননি বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা মোস্তাফিজুর রহমান। সম্ভবত আরো বড় দু:সংবাদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এই সিরিজে আর হয়তো দেখা যাচ্ছে না ‘কাটার মাস্টার’কে। কেপটাউনে গিয়ে স্ক্যান করানোর পর মোস্তাফিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফিজিওর ধারণা, পুরো সিরিজই হয়তো মিস করবে মোস্তাফিজ। টি-টোয়েন্টিসহ সিরিজের বাকি ম্যাচগুলো খেলা কঠিন হবে বাঁহাতি এই পেসারের। দক্ষিণ আফ্রিকা সফরে মোস্তাফিজের মাঠে নামাটা তাই বেশ কঠিনই মনে হচ্ছে।

মোস্তাফিজের ছিটকে পড়া সম্পর্কে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এমনটাই মনে হচ্ছে (মোস্তাফিজ খেলতে পারবে না)। এখন পর্যন্ত যতটুকু দেখছি, ওয়ানডে সিরিজের পুরোটাই সম্ভবত খেলা হবে না তার।’

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফমার মুশফিকুর রহিমও হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছেন। তাই ১৮ অক্টোবর পার্লের বোল্যান্ড পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে  কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

এ বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘তার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আমরা এখনই কিছু বলতে পারব না। আরও বেশি কিছু জানতে আমাদের কেপটাউন যেতে হবে।’

দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে আজ সোমবারই কেপটাউনে পৌঁছার কথা বাংলাদেশ দলের। সেখানে মোস্তাফিজের স্ক্যান করানো হবে। পর‌্যবেক্ষন করা হবে মুশফিকের অবস্থাও।

 

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি