ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিজে সমতা আনার লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ৬ মার্চ ২০২৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটে জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শান্তর দল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজে লিড নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে টাইগারদের ৩ রানে হারিয়ে ১-০তে এগিয়ে আছে লঙ্কানরা। এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে চায় শ্রীলঙ্কা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় দলে এসেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।  

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাতিরানা।   

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি