ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিরিজ খেলতে দুপুরে ভারত যাচ্ছেন ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে ঠিকঠাক বিশ্রাম নেওয়া হয়নি শান্তদের। ভারত সফরের প্রস্তুতি শুরু করতে হয়েছে।

রোববার দুপুর ১টায় চেন্নাইয়ের বিমান ধরবেন ক্রিকেটাররা। বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। বহরে থাকছেন ১৫ ক্রিকেটার। সঙ্গে ১৫জন কোচিং স্টাফ। তবে সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। 

বাংলাদেশ ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর টেস্ট সিরিজ শুরু করবে। পরের ম্যাচ মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর। এরপর তিন ম্যাচের টি-২০ খেলবেন শান্ত-লিটনরা। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি