ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

সিরিজ জয়ের আশাতেই মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২২

প্রথম ওয়ানডে ম্যাচে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানদের ৪ উইকেটে হারিয়ে ফুরেফুরে মেজাজে রয়েছে টাইগাররা। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের আশাতেই মাঠে নামছে তারা। আর জিতলেই সিরিজ নিশ্চিত। শুধু তাই নয়, সেই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তীরে এসে তরী ডোবানো আফগানরাও ঘুরে দাঁড়াতে মরিয়া। বৃহস্পতিবার চট্টগ্রামে অনুশীলনে ঘাম ঝরিয়েছে তারা। শুক্রবার টাইগাররা সহজ জয় পাবে বলে আশাবাদী দলটির ব্যাটিং পরার্মশক জেমি সিডন্স। তার বিশ্বাস প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তামিম, লিটন, সাকিব, মুশফিক ও রিয়াদ দ্বিতীয় ম্যাচে রানে ফিরবেন। প্রথম ওয়ানডে ম্যাচে এ পাঁচ সিনিয়র যে ভুল করেছিল, সে পুনরাবৃত্তি আর ঘটবে না।

শুক্রবার লাল-সবুজের প্রতিনিধিরা জিতলে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত হওয়ার সঙ্গে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যাবে। আর তিন ম্যাচ জিতলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠবে টাইগাররা। বর্তমানে বিশ্বকাপ সুপার লিগে টাইগাররা ১৩ ম্যাচ খেলে পেয়েছে ৯০ পয়েন্ট। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টাইগাররা জিতলে পয়েন্ট হবে ১৪ ম্যাচে ১০০।

প্রথম ওয়ানডে ম্যাচে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েও সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের বীরত্বে ৪ উইকেটে ম্যাচ জিতেছে টাইগাররা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি