ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচের অধিনায়ক লিটন দাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১ আগস্ট ২০২২

লিটন দাস

লিটন দাস

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাওয়া আঙুলের চোটে এবারের মতো জিম্বাবুয়ে সফর শেষ অধিনায়ক নুরুল হাসান সোহানের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সোহানের অনুপস্থিতিতে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব থাকছে কার কাঁধে?

এর জবাব পেতে জল্পনা-কল্পনার শেষ নেই। অনেকেই লিটন দাসের কথা বলছেন। ভাবা হচ্ছে, লিটনই হতে পারেন সম্ভাব্য সেরা বিকল্প। এছাড়া মোসাদ্দেক হোসাইন সৈকতের নামও শোনা যাচ্ছে কারও কারও মুখে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে কিছুটা আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, শেষ ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করবে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ভাই (জালাল ইউনুস) তা ঘোষণা করবেন।

এক্ষেত্রে নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ভূমিকা অবশ্যই থাকে। নির্বাচকদের মতামত নেয়া হয়। আমরা আমাদের পছন্দর কথা জানাই। ক্রিকেট অপারেশন্স ও বোর্ড নীতি নির্ধারণী মহলের তা পছন্দ হলে তারা সেটা গ্রহণ করেন।’

সোহানের বিকল্প হিসেবে নান্নু বলেন, ‘লিটন হতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে তাকেই চোখে পড়ছে। তবে সিদ্ধান্তটা নেবে বোর্ড। আর ঘোষণা দেবেন জালাল (জালাল ইউনুস) ভাই।’

এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথা শুনে মনে হচ্ছে লিটন দাসই সোহানের সম্ভাব্য বিকল্প। সোমবার সকালে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস জানান, ‘বিসিবির তো একটি মতামত থাকবেই। তবে টিম ম্যানেজমেন্ট কী চাচ্ছে সেটাও বিশেষ বিবেচনায় থাকবে। আমরা কথা বলে সিদ্ধান্ত নেব, কাকে দায়িত্ব দেয়া যায়।’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘একটি মাত্র ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করা তো খুব বড় কোনো ব্যাপার না। তবে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী খেলা হয়ে গেছে। খুব ক্রুশিয়াল ম্যাচ হয়ে গেছে। তাই ভেবেচিন্তেই অধিনায়ক ঠিক করব। তবে লিটন দাসের সম্ভাবনাই বেশি। সব বিচার-বিবেচনায় লিটনই হয়তো কালকের ম্যাচের ক্যাপ্টেন।’

এর আগে, ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবারও একই সিচুয়েশনে ইনফর্ম এই ব্যাটারের কাঁধেই হয়তো চাপতে পারে অধিনায়কত্বের দায়িত্ব। 

একইসঙ্গে দাঁড়াতে হতে পারে উইকেটের পিছনেও। যদিও দলে উইকেটকিপার হিসেবে আছেন বিজয়ও। বাকীটা দেখা যাবে মাঠেই। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটাই হারারের মাঠেই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দলের মধ্যকার তৃতীয় ও শেষ তথা সিরিজ নির্ধারণী ম্যাচটি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি