ঢাকা, সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫

সিরিয়ার পুণর্গঠনে সৌদি ক্রাউন প্রিন্সের প্রতিশ্রুতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার। সেখানে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এই সফরে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে আল-শারার এ সাক্ষাৎ হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই বৈঠকে, তারা দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক এবং সেগুলোকে আরও বর্ধিত করার সুযোগ নিয়ে কথা বলেন।
মোহাম্মদ বিন সালমান আল-শারাকে তার সাম্প্রতিক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে সিরিয়ার জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে সফলতা কামনা করেছেন।  

আল-শারা বলেন, সৌদি আরব তার দেশের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ, এবং প্রিন্স মোহাম্মদের সাথে দীর্ঘ বৈঠকের সময় তারা সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সমর্থনের একটি সত্যিকারের ইচ্ছা অনুভব করেছেন।

গত মাসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্কে সফর করেছিলেন এবং বলেছিলেন সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছে। এই  নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

মোহাম্মদ বিন সালমান সঙ্গে আল-শারার এই বৈঠকটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয়, বরং সিরিয়ার ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য সহযোগিতার সূচনা হতে পারে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি