
সিরিয়ার ঐতিহাসিক পালমিরায় ৪০ মরদেহ-সহ গণকবরের সন্ধান পেয়েছে সিরীয় সেনারা।
পালমিরার উত্তর-পশ্চিমাঞ্চলে এ গণকবরের খোঁজ পাওয়া যায়। মরদেহগুলোর মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এদের মধ্যে কারও কারও শিরশ্ছেদ করা হয়েছে। সিরিয়ার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়, পালমিরায় বহু মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএস। তাদেরকে শহরের আশেপাশে কবর দেয়া হয়েছে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আইএসের দখলে থাকা পালমিরা গেলো ২৭শে মার্চ পুর্নদখল করে সিরিয়ার সরকারী বাহিনী। এরপর নগরিতে তল্লাশিতে মাটিতে পুঁতে রাখা বেশ কয়েকটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।