ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিরিয়ার গৌতা অঞ্চল থেকে বিদ্রোহীদের সরানো হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২৭ মার্চ ২০১৮

সিরিয়ার পূর্ব গৌতার বিধ্বস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিদ্রোহী যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের। ‍তবে তাদেরকে যে বহরে করে নেওয়া হচ্ছে তা এ যাবতকালের সবচেয়ে বড় গাড়ি বহর। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা নিশ্চিত করেছে।  

৬ হাজার ৭৪৯ জনকে বহন করা ১শ’ গাড়ির একটি বহর ফেলাক আল-রাহমান বিদ্রোহী গ্রুপ নিয়ন্ত্রিত এ ভূখন্ডের একটি এলাকা ছেড়ে গেছে। এদের প্রায় এক চতুর্থাংশ বিদ্রোহী যোদ্ধা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র খবরে এ তথ্য জানানো হয়েছে। 

ইসলামি গ্রুপ ও রাশিয়ার মধ্যে গত সপ্তাহে করা একটি চুক্তির আওতায় তারা এলাকাটি ছেড়ে চলে যাওয়ার সুযোগ পেল। 

এর আগে রাশিয়ার সহযোগিতায় সিরীয় সৈন্য ও মিত্র মিলিশিয়ারা গত ১৮ ফেব্রুয়ারি থেকে পূর্ব গৌতায় ব্যাপক অভিযান শুরু করে। এতে তারা গৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত ৯০ শতাংশের বেশী এলাকার পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে।

এ অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যাপারে এ পর্যন্ত মস্কো দু’টি চুক্তি করেছে।  

সূত্র: এএফপি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি