ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ার রাজধানী দামাস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা, জনতার উল্লাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:০৮, ৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সিরিয়ার বিদ্রোহীরা রোববার ঘোষণা করেছে যে তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। জনতা উল্লাস প্রকাশের পাশাপাশি ‘স্বাধীনতা’ নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বার্তা সংস্থা এএফপি’কে টেলিগ্রামে বলেছে, "আমাদের বাহিনী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে।"

নগরীর বাসিন্দারা এএফপিকে জানান, তারা ভারী গোলা-গুলির শব্দ শুনেছে। 

এর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের ভয়াবহ আক্রমণে বিস্তীর্ণ অঞ্চল হারানোর পর দেশ ছেড়েছেন।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘সেনা নিরাপত্তা বাহিনী এই স্থান ত্যাগ করার আগেই আসাদ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিরিয়া ত্যাগ করেন।’

বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। তারা উল্লাস প্রকাশের পাশাপাশি ‘স্বাধীনতা’ নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

অন্যদিকে দামেস্কের বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স বলছে, হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হচ্ছেন। “স্বাধীনতা” স্লোগান দিচ্ছেন তারা।

এছাড়া অনলাইনে পোস্ট করা বেশ কিছু ভিডিওতে দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে বেশ কিছু লোককে পরিত্যক্ত সামরিক ট্যাংকের উপর দাঁড়িয়ে থাকতে এবং আনন্দ উদযাপনে গান গাইতে দেখা গেছে। আল জাজিরা এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে।

এদিকে বেশ কিছু ভিডিওতে সিরিয়ার রাজধানী থেকে সরকারি সৈন্যদের শহর ছেড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। 

এছাড়া দামেস্কের প্রাণকেন্দ্রে গুলির তীব্র শব্দ শোনা গেছে বলে রোববার সেখানকার দুই বাসিন্দা জানিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে গোলাগুলির উৎস কী তা এখনও স্পষ্ট নয় বলে রয়টার্স জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি