ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সিরিয়ায় আরো ৪৮ ঘণ্টা অস্ত্রবিরতি

প্রকাশিত : ১৫:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়ায় অস্ত্রবিরতির মেয়াদ আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে মার্কিন ও রুশ কর্তৃপক্ষ। তবে এখনও অবরুদ্ধ এলাকায় পৌঁছায়নি ত্রাণ-সহায়তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ ফোনে আলোচনার পর মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রবিরতি কার্যকরের দুই দিন পার হতে চললেও দুর্গত এলাকায় এখনও মানবিক সহায়তা পৌঁছায়নি। তুর্কি সীমান্তে এখনও অপেক্ষায় রয়েছে সারি সারি ত্রাণ বোঝাই ট্রাক। অস্ত্রবিরতি কার্যকরের পর প্রথম দিন কিছু স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেলেও সহিংসতা উল্লেখযোগ হারে কমেছে বলে দাবি করেছে জাতিসংঘ ও মার্কিন বাহিনী।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি