ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় ইরানের দুই স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৫:০০, ১৩ নভেম্বর ২০২৩

মার্কিন বাহিনীর ওপর হামলার কারণে সিরিয়ার ইরানের দুটি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।

তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনায় অব্যর্থ হামলা চালিয়েছে।

অস্টিন আরও বলেছেন, পর্যায়ক্রমে আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য স্থাপনায় এ  হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের ওপর হামলা থেকে বিরত রাখতে এ আক্রমণ চালানো হয়। গত ১৭ অক্টোবর থেকে এ দুটি দেশে ৪৫রও বেশি মার্কিন সৈন্য নিহত এবং বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।

ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ওপর এ হামলা আরও জোরদার হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান রোধের চেষ্টায় ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়া নয়শ’ সৈন্য মোতায়েন রেখেছে আমেরিকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি