ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় বিমান হামলায় অন্তত ১৪জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৪

সিরিয়ার হামা প্রদেশে বিমান হামলায় হাতহতের খবর পাওয়া গেছে৷ ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন পক্ষ৷

হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷ আহত হয়েছেন আরো অনেকে৷ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মধ্য হামা প্রদেশে রাতভর এই হামলা চালিয়েছে ইসরায়েল৷

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ‘‘মাসায়েফের আশেপাশে বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত শহিদের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে৷ আহত ৪৩ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন৷''

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ‘রাতভর ইসরায়েলি হামলার' কথা উল্লেখ করে ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে৷ নিহতদের মধ্যে আটজন সিরীয় সৈন্য বলে জানিয়েছে তারা৷ ৩০ জনের বেশি আহত বলেও জানিয়েছে সিরিয়ার যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থাটি৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি