ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় বোমা হামলায় নিহত ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৮ জানুয়ারি ২০১৮

সিরিয়ার ইদলিবে বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাত জন বেসামরিক নাগরিক। ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীদের একটি ক্ষুদ্র অংশের সদর দফতরে এ হামলা চালানো হয়।

তবে বিস্ফোরণের সঠিক ধরন এখনও জানা যায়নি। কেউ বলছেন এটা গাড়ি বোমা হামলা তো কেউ বলছেন ড্রোন হামলা। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিরা জানিয়েছে এটা একটি গাড়ি বোমা হামলা।

সিরিয়ান অবজারভেটরি জানায়, উদ্ধারকর্মীরা ‍এখনও উদ্ধার তৎপড়তা চালিয়ে যাচ্ছেন। বিদ্রোহীদের ওই গোষ্ঠীর নাম আজনাদ আল-কোয়কাজ। তবে তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তুরস্ক সীমান্তবর্তী ইদলিবে শক্ত ঘাঁটি গড়েছে আসাদ বিদ্রোহী সেনারা। চলতি সপ্তাহেই এই প্রদেশে সহিংসতার ঘটনা ঘটেছে।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি