ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ১১ নভেম্বর ২০১৭

সিরিয়ার অভ্যন্তরে স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইরান- বিবিসির কাছে এমনটাই দাবি করেছে পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ১৪ কিলোমিটার দূরে আল-কিসওয়াহ এলাকায় ইরানের সেনাবাহিনী ঘাঁটিটি বানাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়া ও আশপাশের এলাকায় ইরানের প্রভাব বিস্তার নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ঘাঁটি তৈরির খবরটি এলো।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সিরিয়ায় সামরিক উপস্থিতি চায় ইরান। এটা হতে দেবে না ইসরায়েল।

গোয়েন্দা সূত্রের দেয়া উপগ্রহ চিত্রতে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার আল-কিসওয়াহ এলাকায় নির্মাণকাজ হতে দেখা যায়। সিরিয়ার এলাকাটি বেশ প্রশস্ত। এতে ২৪টি ভবন দেখা যাচ্ছে। সেনাদের আবাসস্থল ও যানবাহন রাখতে এগুলো তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে পশ্চিমা একদেশের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, সিরিয়ায় দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য ইরানের এ অভিলাষ অযৌক্তিক নয়।

 

সূত্র : বিবিসি

এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি