ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়া ইস্যুতে জাতিসংঘে জরুরি বৈঠক ডাকল রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে রাশিরার মিত্র বাশার আল আসাদ সরকারের পতন-পরবর্তী পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জরুরি এই বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া।

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়, আজ যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা) বৈঠকটি হবে বলে জানা গেছে।

জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক পোস্টে বলেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে।

এর আগে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল-শামস রোববার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয়। ওই সময়ই সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেন, প্রেসিডেন্ট আসাদ ব্যক্তিগত বিমানে করে দামেস্ক ছেড়েছেন।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি