ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে আ’লীগ নেতা খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এস এম আবদুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে সিলেট সিটি সেন্টারের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত এস এম আবদুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ওসি মো. মোশাররফ হোসেন জানান, শুক্রবার রাতে সিলেট সিটি সেন্টারের সামনে একদল যুবক হঠাৎ তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি