ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:০৫, ১৭ জুলাই ২০১৭

সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গোলাগুলিতে সংগঠনের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত ছাত্রলীগকর্মী খালেদ আহমেদ লিটু (২৫) পাভেল গ্রুপের সদস্য। গোলাগুলির পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের পাভেল ও পল্লব গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে গোলাগুলির এক পর্যায়ে লিটুর মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথও ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, নিহত লিটু কলেজের ছাত্র নয়। সে স্থানীয় একটি মোবাইলের দোকানের কর্মচারী। তবে সে ছাত্রলীগ করতো।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

//আর//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি