সিলেটে পাহাড়ী ঢল এবং মৌলভীবাজারে পাহাড় ধসে নিহত ৪
প্রকাশিত : ১৪:০৬, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৫:৩৯, ১৮ জুন ২০১৭
সিলেটে পাহাড়ী ঢল এবং মৌলভীবাজারে পাহাড় ধসে ২ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশু।
গতরাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের মেঘালয় থেকে ঢল নামে। এ’সময় উত্তর রণিখাই ইউনিয়নের সেলিম মিয়ার দুই মেয়ে সুলতানা ও তামান্না এবং একই গ্রামের ফারুক মিয়া ভেসে যায়। পরে তামান্না ও ফারুকের মৃতদেহ পাওয়া গেলেও, খোঁজ মেলেনি সুলতানার। প্রবল বর্ষণের কারণে কয়েকদিন ধরেই মেঘালয় থেকে সীমান্ত এলাকা দিয়ে ঢল নামছে। এদিকে, মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন