ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশিত : ১২:৫৮, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫৮, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Sylhetআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিকল দে নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। নগরীর রায়নগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা জমসেদ সিরাজের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল বিকল ও তার সহযোগিদের। আর এ নিয়ে গেলো রাতে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে সমঝোতা করতে বিকল ও তার সহযোগীরা জমসেদের বাড়িতে গেলে জমসেদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বিকল। আহতবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি