ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সিলেটে ভেঙ্গে ফেলা হচ্ছে ভুমিকম্পে ঝুকিপূর্ন ভবন

প্রকাশিত : ১৯:১৬, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:১৬, ১০ মে ২০১৬

ভুমিকম্পে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙ্গে ফেলা হচ্ছে সিলেট সিটি করপোরেশন ভবনের দেয়াল ঘেষা তিনতলা সিটি সুপারমার্কেট। মঙ্গলবার দুপুর থেকে মার্কেটের ভবন ভাঙ্গার কাজ শুরু হয় । সিটি করপোরেশনের এই মার্কেটটি ভুমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় শীর্ষে ছিল বলে জানায় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের পর ভবনটি ভাঙ্গার জন্য বেশ কয়েকদফা নোটিশ দেয়া হয় ব্যবসায়ীদের। দোকান মালিকরা এতে কর্ণপাত না করায় দুপুর থেকে ভবনটি ভাঙ্গার কাজ শুরু করে তারা। সময় না দিয়ে ভবনটি ভাঙ্গা হচ্ছে, দাবি ক্ষুব্ধ ব্যবসায়ী নেতাদের। এই ভবনটি ভাঙ্গার পর সিলেট নগরীর আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ মার্কেটের ভবন ভাঙ্গার কাজ শুরু করা হবে বলেও জানায় সিটি করপোরেশন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি