সিলেটে শিশু বান্ধব চক্ষু সেবা শুরু
প্রকাশিত : ২১:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৮
সিলেটের ভার্ড চক্ষু হাসপাতালে শিশু বান্ধব চক্ষু ইউনিট চালু হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং সিইও বব র্যাংক চক্ষু ইউনিটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, সিনিয়র মেডিকেল বিশেষজ্ঞ ডা. লুতফুল হুসেইন, প্রোগ্রাম ম্যানেজার মাহসিনা আফরোজ, ভার্ড এর নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল ও ডিরেকটর অব প্রোগ্রাম শহীদ উদ্দিন মাহমুদ ও তার টিম।
এর পরই মিস্টার বব র্যাংক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী নগরের উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, ওসমানী নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব ভুঁইয়া, সিলেট এবং কেন্দ্রিয় প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান ওয়েছ আহমেদ চৌধুরী। এছাড়াও স্থানীয় দাতাগোষ্ঠী, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় প্রতিনিধিসহ সভায় উপস্থিত ব্যক্তিগণ শিশুদের জন্য অত্যাধুনিক চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সহায়তার জন্য অরবিস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান। একইসঙ্গে দাতা সংস্থাটির প্রধানকেও স্বাগত জানান তাঁরা।
উল্লেখ, ভার্ড চক্ষু হাসপাতালের শিশুবান্ধব চক্ষু ইউনিটটি অরবিস সহযোগিতায় স্থাপিত ‘দশম শিশু বান্ধব চক্ষু ইউনিট’। এছাড়াও অরবিস ইন্টারন্যাশলান ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, দিনাজপুর, মৌলভীবাজার, রংপুর, বরিশাল এবং চাঁদপুরে স্থানীয় চক্ষু হাসপাতালের সঙ্গে যৌথ-সহযোগিতার মাধমে আরও নয়টি শিশু বান্ধব চক্ষু ইউনিট স্থাপন করে।
এমজে/