ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিলেট টেস্টে ২০৫ রানে এগিয়ে চতুর্থ দিন মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ১ ডিসেম্বর ২০২৩

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে মাঠে নামছে বাংলাদেশ।

এরআগে, ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথমদিকে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে মুমিনুল, মুশফিকদের দায়িত্বশীল ব্যাটিং ও শান্তর রেকর্ডে দিনটা নিজেদের করে নেয় টাইগাররা। অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার এখন নাজমুল হোসেন শান্ত।  মুুমিনুল ৪০, মুশফিকুর রহিম ৪৩ আর মুশফিক অপরাজিত আছেন ১০৪ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি