ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিলেট টেস্ট: বড় লিডের পথে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৪ মার্চ ২০২৪

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারী শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৩২৫ রানের এগিয়ে লঙ্কানরা। 

প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ২৩৩ রান করেছে শ্রীলঙ্কা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৯ রান। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিল তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ্ব ফার্নান্দো ২ রানে অপরাজিত ছিলেন।

আজ তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ১৪৫ বলে অবিচ্ছিন্ন ১০৭ রান যোগ করে মধ্যাহ্ন-বিরতিতে যান ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।

৮টি চার ও ২টি ছক্কায় ধনাঞ্জয়া ১২৯ বলে ৮৫ এবং কামিন্দু ৫টি চারে ৬৯ বলে ৫০ রানে অপরাজিত আছেন ।

বাংলাদেশের নাহিদ রানা ২টি, শরিফুল-তাইজুল-খালেদ ও মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি